সভাপতির বাণী
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট
শিক্ষা-সংস্কৃতি আর ঐতিহ্যে ঐশ্বর্যমন্ডিত গাজীপুর জেলার শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে আরো সমৃদ্ধ করতে জেলা প্রশাসনের উদ্যোগে ও তত্ত্বাবধানে গাজীপুর জেলায় নান্দনিক পরিবেশে যাত্রা শুরু করেছে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, গাজীপুর। উন্নত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে যুগোপযোগী, প্রযুক্তি নির্ভর, বিজ্ঞান সম্মত ও মানসম্মত শিক্ষা বিস্তারের মাধ্যমে আগামী দিনের দেশ প্রেমিক নাগরিক গড়ে তোলার জন্য জেলা প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে।
অধ্যক্ষ মহোদয়ের বাণী
সালমা খাতুন
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), গাজীপুর
কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, গাজীপুর যাত্রা শুরু করেছে ১৯ অক্টোবর ২০২১ সালে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি শহরের মনোরম পরিবেশে অবস্থিত। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটির শতভাগ মাল্টিমিডিয়া (ইন্টারএকটিভ বোর্ড) ক্লাসরুমসহ সার্বিক একাডেমিক কার্যক্রম গাজীপুর বাসীকে আকৃষ্ট করেছে। প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ শিখড়ে নিতে সচেষ্ট থাকবো। কর্তৃপক্ষ উপযুক্ত শিক্ষক নিয়োগের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের উন্নত শিক্ষা প্রদানে বরাবরই সচেষ্ট।
উপাধ্যক্ষের বাণী
মোঃ মাহবুব আলম
শিক্ষার গতানুগতিক ধারা থেকে বেরিয়ে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির মাধ্যমে যুগোপযোগী শিক্ষা দান করে বর্তমান প্রজন্মকে মানব সম্পদে পরিণত করতে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, গাজীপুর এর শিক্ষক গণের নিরলস চেষ্টা অব্যাহত রয়েছে। কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, গাজীপুরকে দেশ সেরা প্রতিষ্ঠান হিসেবে তৈরীর স্বপ্ন দেখি।