একাডেমিক কার্যক্রম-২০২৪ সংক্রান্ত বিজ্ঞপ্তি
Collectorate School and College, Gazipur
জেলা প্রশাসক সম্মেলন ২০১৫ এর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত মধ্যমেয়াদী পরিকল্পনায় ০৮ নম্বর ক্রমিকের সিন্ধান্তে উল্লেখ করা হয় “প্রত্যেক জেলায় একটি করে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা এবং এগুলো পরিচালনার জন্য নীতিমালা প্রণয়ন করতে হবে”। তদপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ এর নির্দেশনায় জেলা প্রশাসন, গাজীপুর এর সরাসরি তত্ত্বাবধানে সার্কিট হাউস সংলগ্ন সিভিল সার্জন অফিসের বিপরীত পার্শ্বে ৩০ ফুট প্রশস্ত পাকা রাস্তার পাশে ১.৭০ একর জমির উপর মনোরম পরিবেশে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, গাজীপুর প্রতিষ্ঠা করেন জনাব এস, এম, তরিকুল ইসলাম পিএএ সাবেক জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর। অত্র বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষের ৩য় থেকে ৯ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। আগামীতে একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম শুরুর প্রক্রিয়া চলমান রয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠানটি। শিক্ষার গতানুগতিক ধারা হতে বেরিয়ে এসে বিশ্বায়নের এই যুগে শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে বর্তমান প্রজন্মকে প্রকৃত মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ। গুণগত শিক্ষা, মানসিক বিকাশে সহায়ক পাঠদান, সুবিশাল খেলার মাঠসহ অন্যান্য সুবিধা নিয়ে ২০২২ শিক্ষাবর্ষ থেকে শিক্ষাকার্যক্রম চালু করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা একান্ত কাম্য।